ভিশনঃ
২০২৫ সালের মধ্যে অত্র উপজেলায় ভর্তিকৃত শিক্ষার্থীর পড়া ও লেখা নিশ্চত করা ।
মিশনঃ
১। শিক্ষক, কর্ম্কর্তা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ্, এসমএমসি ও পিটিএ সদস্যদের উদ্বুদ্ধ করা।
২। বেইজলাইন সার্ভে করা।
৩। শিক্ষার্থীদের বেইজলাইন সার্ভে থেকে পাঠগত অবস্থান উত্তোরণের জন্য শ্রেণি শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করা।
৪। রিডিং দক্ষতা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভিত্তিক টিম গঠন ও রেজিস্টার্ড্ এ অন্তর্ভূক্তিকরণ এবং পত্রিকা কর্ণার চালু করা।
৫। ত্রৈমাসিক (এপ্রিল, জুলাই , অক্টোবর ও জানুয়ারি) রিডিং দক্ষতা যাচাই এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
৬। মাসিক সমন্বয় সভা, সাব-ক্লাস্টার ট্রেনিং ও অন্যান্য মিটিং-এ এর গুরুত্ব তুলে ধরা।
৭। পত্রিকা কর্ণার চালু ও লাইব্রেরি কর্ণার চালু ও উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি এবং গল্প বলা প্রতিযোগিতার ব্যবস্থা করা ।
৮। শতভাগ রিডিং নিশ্চিত কল্পে উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক পুরস্কারের ব্যবস্থা করা।
৯। লেখার দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের ৬টি খাতা ব্যবহার নিশ্চিত করা এবং লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা।
১০। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে কার্য্কর পদক্ষেপ নেয়া।
১১। সপ্ত‘স ’(লেখার ক্ষেত্রে সমপদ, সমশীর, সমায়তন, সমান্তর, সমান্তরাল, সঠিক গতি প্রবাহ এবং সমমাত্রা) এর ব্যবহার নিশ্চিত করা।
১২। উপজেলা ও বিদ্যালয় ভিত্তিক দেয়ালিকা প্রকাশ (শিক্ষার্থীদের সৃজশীলতা বিকাশের জন্য স্ব-হস্তে লিখা)।
১৩। বিদ্যালয় পর্যায়ে শতভাগ মিড-ডে মিল বাস্তবায়ন।
১৪। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের শিখন শেখানো সামগ্রীর তৎক্ষণিক অভাব মিটানোর জন্য সততা স্টোর চালু করা।
১৫। লেখার দক্ষতা বৃদ্ধিতে স্বপ্নের দেয়াল তৈরি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস