মাসিক সমন্বয় সভা:
আগামী ১৩/০৫/২০১৮ খ্রি.বেলা -১১:০০ ঘটিকায় তারাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিÿকগণের মাসিক সমন্বয় সভা আহবান করা হচ্ছে। সভায় সংশিস্নষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
১। বিগত মাসিক সমন্বয় সভার গৃহীত সিদ্ধামত্ম সমূহের হালনাগাদ বাসত্মবায়ন অগ্রগতি ও পর্যালোচনা।
২। উপজেলা শিÿা অফিসার ও সহকারী উপজেলা শিÿা অফিসারগণের এপ্রিল/২০১৮ মাসের পরিদর্শন ও মূল্যায়ন প্রেরণ করা হয়েছে।
৩। ই-মনিটরিং সফটওয়ারের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শন।
৪। মাঠ পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা সংক্রামত্ম আলোচনা (নির্ধারিত ছক অনুযায়ী তথ্য প্রেরণ করা হয়েছে।)
৫। ২০১৯ সনের বইয়ের চাহিদার হার্ড কপি পূর্বে প্রেরণ করা হয়েছে।
৬। প্রাক-প্রাথমিক বইয়ের চাহিদা ছক-চ পূর্বে প্রেরণ করা হয়েছে।
৭। বিনা অনুমতিতে ২ মাসের অধিক অনুপস্থিত শিÿকদের তথ্য প্রেরণ করা হয়েছে।
৮। ৩য় ধাপে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিÿকগণের তথ্য।
৯। বেসরকারি/স্থানীয় উদ্যোগে মিড ডে মিল চালু সংক্রামত্ম আলোচনা।
১০। জাতীয় শুদ্ধাচার কৌশল বাসত্মবায়নের অগ্রগতি ও পরবর্তী করণীয় সংক্রামত্ম আলোচনা।
১১। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০১৭-২০১৮ এর অগ্রগতি সংক্রামত্ম আলোনা।
১২। জঙ্গীবাদ নির্মূল সংক্রামত্ম আলোচনা।
১৩। উপজেলা ভিত্তিক শিÿকদের ডাটা বেইজ তৈরি করা হয়েছে এবংমেইলে প্রেরণ করা হয়েছে।
১৪। শিÿার্থী ভর্তি ও শিশু জরীপ করা হয়েছে।
১৫। প্রাথমিক বিদ্যালয়সমূহে শিÿার্থীদের মাঝে নিয়মিত ডিম ও দুধ খাওয়ানো হচ্ছে।
১৬। উপবৃত্তিঃ রূপালী ব্যাংক শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি বিতরণে অনেক সুবিধাভোগীর মা টাকা পাচ্ছে বলে অভিযোগ আছে। পরবর্তী কিসিত্মর উপবৃত্তির অর্থের চাহিদা অতি শীঘ্রই জমাদানের জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে নিদের্শনা দেওয়া হয়েছে।
১৭। লোকেশন বোর্ডের তথ্য: ১৪১ টি বিদ্যালয়ের মধ্যে ১১২টি বিদ্যালয়ের স্থাপন করা হয়েছে বাকী বিদ্যালয়সমূহে অতি শীঘ্রই লোকেশন বোর্ড স্থাপনের জন্য নিদের্শনা দেওয়া হয়েছে।
১৮। ল্যাপটপ বিতরণের প্রাপ্তি স্বীকার পত্র পূর্বেই প্রেরণ করা হয়েছে।
(মনিকা পারভীন)
উপজেলা শিÿা অফিসার
তারাকান্দা, ময়মনসিংহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস