Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance upazilla

উপজেলা পরিচিতিঃ

            মহুয়া-মলুয়া-চন্দ্রাবতী, ভাষাশহিদ জব্বার, শিল্পাচার্য্ জয়নুলের কীর্তিধন্য-স্মৃতিধন্য কিংবদন্তির ময়মনসিংহ জেলাশহর থেকে প্রায় 15 কি:মি: উত্তর-পূব প্রান্তে ‘মৎস্যালয়’ হিসেবে খ্যাত নবগঠিত তারাকান্দা উপজেলার অবস্থান। ফুলপুর-তারাকান্দার সিংহপুরুষ, ভাষাসৈনিক, সাবেক এম.পি.মরহুম জননেতা এম. শামছুল হকের দীঘদিনের লালিত স্বপ্ন ছিল তারাকান্দাকে উপজেলায় রূপান্তর করা। ২০১৩ খ্রিস্টাব্দের মে মাসে সেই স্বপ্নকে তাঁরই সুযোগ্য উত্তরসূরি ফলুপুর-তারাকান্দার মাননীয় এম.পি মহোদয় জনাব শরীফ আহমেদ ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে বিশাল জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মুখে তুলে ধরলে তিনি তারাকান্দাকে উপজেলায় রূপান্তরের ঘোষণা করেন। পরবর্তী সময়ে ১৫/০৫/২০১৭ খ্রিস্টাব্দে প্রজ্ঞাপনমূলে উপজেলা শিক্ষা অফিসের পদ সৃজিত হয়ে এককভাবে কাযক্রম শুরু হয়। তবে নিজস্ব অফিস/ভবন না থাকায় কাযক্রমে প্রয়োজনীয় গতিশীলতা আনতে বেগ পোহাতে হচ্ছে। আশাব্যঞ্জক বিষয় এই যে, বতমান উন্নয়নবান্ধব সরকারের সময়ে তারাকান্দা বাজারের উত্তর প্রান্তে উপজেলার প্রশাসনিক ভবনসমূহ নিমাণের লক্ষ্যে কাযক্রম শুরু হয়েছে। অতি শীষ্রই এ অবস্থার নিরসন হবে বলে তারাকান্দা উপজেলা শিক্ষা অফিস প্রত্যাশা করে।